করোনা সংক্রমণ রোধে দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর অবশেষে ১৬ অক্টোবর থেকে খুলে দেওয়া হচ্ছে দেশের সব সিনেমা হল।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে তথ্য মন্ত্রণালয়ে ডাকা এক বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতাদের এ সিদ্ধান্তের কথা জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
সমিতির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি মিয়া আলাউদ্দিন বলেন, ১৬ অক্টোবর থেকে দেশের সব সিনেমা হল খুলে দেওয়ার নীতিগত সিদ্ধান্তের কথা তথ্যমন্ত্রী আমাদের জানিয়েছেন। স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হল খোলার প্রস্তুতি নিচ্ছি আমরা। স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি হলের আসন সংখ্যার অর্ধেক টিকিট বিক্রির শর্ত দেওয়া হয়েছে বলে জানান তিনি।
বৈঠকে মিয়া আলাউদ্দিন ছাড়াও বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস, শরফুদ্দিন এলাহী উপস্থিত ছিলেন।
দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে ১৮ মার্চ থেকে দেশের সব সিনেমা হল বন্ধ রাখা হয়েছিল।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.