অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক।
বুধবার (২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ কথা বলেন।
জয়নুল আবদীন ফারুক বলেন, শেখ হাসিনা বলেছেন আ.লীগ যদি ক্ষমতা ছাড়ে তাহলে বিএনপি-জামায়াত এক কোটি আ.লীগকে হত্যা করবে। আমরা বুকে হাত দিয়ে বলতে পারি একটা আওয়ামী লীগের কর্মীর গায়ে আমরা হাত তুলিনি।
তারেক রহমানের মামলা এখনো কেন প্রত্যাহার করা হলো না উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ চায় তারেক রহমান দেশে আসুক, কথা বলুক। যে কথাগুলো তিনি দীর্ঘদিন ধরে বিদেশ থেকে বলে আসছেন।
শেখ হাসিনার উচিত দেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া এমন মন্তব্য করে জয়নুল আবদীন ফারুক বলেন, ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা আজ ক্ষমতায় নাই, ক্ষমতায় আছে এমন এক ব্যক্তি; যে ব্যক্তিকে আপনি (শেখ হাসিনা) ১৪ তলা পর্যন্ত হেঁটে হেঁটে উঠিয়ে হাজিরা দিতে বাধ্য করেছেন। সেই ড. ইউনূস এখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। অহংকার আল্লাহ কোনো দিনও ক্ষমা করেন না। ক্ষমা আপনাকে করবে কিনা জানিনা। তবে আপনার উচিত বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাওয়া।
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা একসময় কথা বলতে পারেননি। কিন্তু এখন আপনাদের কথা বলার স্বাধীনতা হয়েছে। আপনাদেরকে মানুষ ভালোবাসে। যারা এখনো প্রেতাত্মা তাদের বিরুদ্ধে লিখুন।
#জাতীয়তাবাদী কর্মজীবী দল ঢাকা মহানগর উত্তর এর উদ্যোগে প্রশাসনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্ট সরকারের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের দাবিতে প্রতিবাদ সভা বক্তব্য রাখেন :বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশনের মহাসচিব এস এম মোশাররফ হোসেন মিলন
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.