জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূরকে জুটি করে এবারের ঈদের জন্য বেশ ক’টি নাটক নির্মাণ হয়েছে। এরমধ্যে সবচেয়ে মজার কাজ হতে যাচ্ছে ‘পান্তা ভাতে ঘি’- এমনটাই দাবি সংশ্লিষ্টদের।
নাটকের নামের মধ্যেই রয়েছে মজার ইঙ্গিত, যদিও এর বেশি কিছু আগাম বলতে নারাজ এর নাট্যকার রাজীব আহমেদ ও নির্মাতা বি ইউ শুভ। এটি সম্প্রতি নির্মাণ হয়েছে সিএমভি’র ব্যানারে।
রাজীব আহমেদ বলেন, ‘যেহেতু ঈদ উৎসবের প্রজেক্ট, তাই শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নাটকটি লেখা। তবে হাসতে হাসতে দর্শকদের জন্য ছোট্ট একটা মেসেজও ছেড়ে গেছি আমরা। আমার ধারণা এটি ঈদের অন্যতম সফল নাটকে পরিণত হবে।’
প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ঈদ উপলক্ষে সিএমভি’র ব্যানারে নির্মিত হচ্ছে আরও এক ডজন তারকাখচিত নাটক। যার মধ্যে একটি ‘পান্তা ভাতে ঘি’। সব ক’টি কাজই ঈদের সাত দিন ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.