বি.পরিক্রমা : এত দিন সকাল নয়টায় অফিস শুরু হতো। বলে গেছে দসচিবালয়ের চিরচেনা রূপ। কিন্তু নতুন নিয়মে আজ বুধবার সকাল আটটা থেকে অফিস শুরু হয়েছে। এ কারণে সকাল ৮টার আগে থেকেই সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের পদচারণ শুরু হয়।বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য আজ থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল আটটা থেকে বেলা তিনটা। সাপ্তাহিক ছুটি এখনকার মতো শুক্র ও শনিবারই থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সময়সূচি অনুযায়ী অফিস চলবে। গত সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো শুক্র ও শনিবার বন্ধ থাকবে।এ ছাড়া ব্যাংকের সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। আজ থেকে দেশের সব ব্যাংকের সময়সূচি সকাল নয়টা থেকে বেলা তিনটা। তবে লেনদেন-পরবর্তী আনুষঙ্গিক অন্যান্য কাজ করে বিকেল পাঁচটার মধ্যে সব কর্মকর্তা-কর্মচারী অফিস ছাড়বেন। আজ সকাল আটটার দিকে সচিবালয়ের ফটকের সামনে দেখা যায় অনেক গাড়ির সারি। কর্মকর্তা-কর্মচারীরা তাড়াহুড়া করে সচিবালয়ে ঢুকছিলেন। ফটকের সামনে সাংবাদিকেরা এসব দৃশ্য ধারণ করছিলেন।সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ে গিয়ে দেখা যায়, বিভিন্ন দপ্তরে কর্মকর্তা-কর্মচারীরা এসেছেন। অনেকে আসছেন। দু-একজনের চেয়ার ফাঁকা দেখা যায়।মন্ত্রণালয়টির এক চাকুরে জানালেন, তাঁর বাসা মিরপুরে। তিনি সরকারি বাসে আসা-যাওয়া করেন। আজ সকাল ৬টা ৫০ মিনিটে বাস ছাড়ে। সচিবালয়ে এসে পৌঁছান সকাল ৭টা ৫৫ মিনিটে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজমের দপ্তরে গিয়ে জানা গেল, তিনি অফিস করছেন। আজ সকাল ৮টার আগে থেকেই সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের পদচারণা শুরু হয়