বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : বহু প্রতীক্ষার পর ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলের ব্যাটের কারুকার্য দেখার সুযোগ হচ্ছে বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের। হ্যাঁ, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষ দ্যা ইউনিভার্স বস আসছেন বিপিএল রাঙাতে। সোমবার (৬ জানুয়ারি) দুপুরের পরপর তিনি এসে পৌঁছুবেন। গেইল সোমবার এলে মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজশাহীর বিপক্ষে মাঠে নেমে পড়বেন।
লিগ পর্বে চট্টগ্রামের শেষ ম্যাচ একই দলের বিপক্ষে ১১ জানুয়ারি। এরপর চট্টগ্রাম ফাইনাল পর্যন্ত গেলে গেইল আরো দুটি বা সর্বোচ্চ তিনটি ম্যাচ পাবেন। চট্টগ্রামের হয়ে টুর্নামেন্টের শেষ পর্যন্তই থাকার কথা তার। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের পক্ষ থেকেই সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.