আশিক সরকার : চলছে অমর একুশে বইমেলা ২০২০। প্রকাশিত হয়েছে বহু নবীন প্রবীণ লেখক কবিদের বই , এক স্বপ্ন ছুয়ৈ দেখার মাস এই ফেব্্র“যারি বইমেলা । নতুন বইয়ের ঘ্রান, প্রচ্ছদ আর ছাপার অহ্মরে যখন নিজের স্বপ্নে বোনা লোখা গুলো জীবন্ত হয়ে তখন সেটা নিঃসন্দেহে পৃথিবীর সবচেয়ে ভালো লাগার অনুভূতি । এমন সব কাঙ্খিত হ্মণ নিয়েই শুরু হয়েছে অমর একুশে বই মেলা ২০২০। প্রাণের উ্চ্ছলতার প্রাঙ্গণে দেখা মেলে প্রতিদিন দেশ বরেণ্য শিল্পী সাহিত্যিক কিংবা সাহিত্যপ্রেমী রাজনৈতিক ব্যক্তিবর্গের কোন না কোন স্টলে কিংবা বই হাতে মেলার কোন এক প্রান্তে।
গত ২৩ শে ফেব্রুয়ারি-রিবার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাতি।বাংলাদেশ আওয়ামী লেিগর যুগ্ম-সাধারণ সম্পাদক কৃষিবিদ আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম ও তার সহধর্মিনী ডা. সুলতানা শামীমা চৌধুরী রিতা একুশে গ্রন্থমেলায় আসেন, বিভিন্ন ষ্টল ঘুরে পরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লেিগর স্টলে আসলে সেখানে উপস্থিত স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ. কে. এম আফজালুর রহমান বাবু সহ স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি ও সাবেক সিনিঃ সহ সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ এবং সাবেক সভাপতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ আলহাজ্ব কামরুল হাসান রিপন স্বেচ্ছাসেবক লীগের । ঢাকা মহানগর উত্তরের সাধারন সম্পাদক আনিছুর রহমান নাইম
,আমিনুল ইসলাম ( আমিন) ,সদস্য= শ্রম ও জনশক্তি বিষয়ক উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামীলীগ ,সাবেক সহ-সম্পাদক= বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ,সাধারণ-সম্পাদক, রাজউক ঠিকাদার কল্যাণ সমিতি,ঢাকা মহানগর উত্তর ও দক্ষিনের নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানায় এবং মুজিব বর্ষ উপলক্ষে প্রকাশিত বিভিন্ন বই তুলে দেয়
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.