বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ২৬জুন ২০২০, তারিখে বাংলাদেশ সময় দুপুর ১২.০১ মিনিটে ইন্দোনেশিয়ার
প্যাট পেটুলাই বিশ্ববিদ্যালয় বেনজকুলু ও মালয়েশিয়ার লিংকন ইউনিভার্সিটি
কলেজ এর যৌথ উদ্যোগে ঊৎধ শীর্ষক এক আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত হয়। উক্ত
অনুষ্ঠানে অন্যতম বক্তা হিসেবে মূল্যবান বক্তব্য প্রদান করেন এক্সিম ব্যাংক কৃষি
বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি)- এর মাননীয় উপাচার্য প্রফেসর ড.
এবিএম রাশেদুল হাসান। কোভিড-১৯ এর প্রাদুর্ভাবের কারণে
বিশ্বঅর্থনীতিতে যে সংকট দেখা দিয়েছে তা থেকে উত্তরণের জন্য কৃষির
ভূমিকা বিষয়ে গবেষণা পত্রের উপর বক্তব্য প্রদান করেন এবং পরবর্তীতে প্রশ্নোত্তর
পর্বে অংশগ্রহণ কারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন ইবিএইউবি-এর
মাননীয় উপাচার্য।
৬৯-৬৯/১, বড় ইন্দারা মোড়, চাঁপাইনবাবগঞ্জ, ফোনঃ ১৭৮১-৫৫৩৫২৫-২৯
আন্তর্জাতিক ওয়েবিনার এর ভার্চুয়াল এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান
করেন প্রফেসর ড. আইআর. অ্যালনোপ্রি, এমএস. রেক্টর, প্যাট পেটুলাই
বিশ্ববিদ্যালয়, ইন্দোনেশিয়া। মূল বক্তা ছিলেন অধ্যাপক অকি কর্ণ রাদজাসা,
পিএইচডি. পরিচালক, গবেষণা এবং সম্প্রদায় পরিষেবা, গবেষণা মন্ত্রণালয়
এবং প্রযুক্তি, ইন্দোনেশিয়া ।
অন্য বক্তারা ছিলেন ড. সন্দীপ পোদ্দার, সিনিয়র
গবেষণা পরিচালক এবং নির্বাহী সম্পাদক (প্রকাশনা), লিংকন বিশ্ববিদ্যালয়
কলেজ, মালয়েশিয়া ও প্রফেসর ড. আইআর. আই গেদে রাই মায়া তেমাজা,
এমপি. গবেষণা এবং সম্প্রদায় পরিষেবা প্রধান, উদয়ন বিশ্ববিদ্যালয়
ইনস্টিটিউট, বালি; এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন গুসরোয়ানি
আনোয়ার, পিএইচডি ভাইস রেক্টর (দ্বিতীয়), প্যাট পেটুলাই বিশ্ববিদ্যালয়,
ইন্দোনেশিয়া।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.