পরিক্রমা ডেস্ক : দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আরেকটি আন্তর্জাতিক অ্যাওয়ার্ড এশিয়ান এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২ অর্জন করেছে। ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি হিসেবে ন্যাশনাল লাইফ এ অর্জন করে।
বুধবার (১৭ আগস্ট) সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক হোটেলের গ্রান্ড হল রুমে এ অ্যাওয়ার্ড প্রদান কার হয়।
ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন এবং সিএফও প্রবীর চন্দ্র দাস এফসিএ আর অ্যাওয়ার্ডটি তুলে দেন সিএমও এশিয়ান প্রতিষ্ঠানে প্রতিষ্ঠাতা ড. আর এল বাটিয়া ও নির্বাহী পরিচালক ড. অলক পন্ডিত।
'সিএমও এশিয়া' বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের স্ব-স্ব ক্ষেত্রে সফলতা অর্জনকারী প্রতিষ্ঠান সমূহকে এই অ্যাওয়ার্ড প্রদান করে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.