বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : চালের দাম সপ্তাহখানেকের মধ্যে কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। শুক্রবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেছেন, ইতিমধ্যে আমি ও খাদ্যমন্ত্রী (সাধন চন্দ্র মজুমদার) মিল মালিকসহ এই ব্যবসায় যারা যুক্ত আছেন, তাদের সঙ্গে বসে কথা বলেছি। তারা কথা দিয়েছেন, সপ্তাহখানেকের মধ্যে দাম কমে আসবে।
তিনি আশা প্রকাশ করে বলেছেন, খুব তাড়াতাড়ি বিষয়টি সমাধান হবে।
আরেক প্রশ্নের জবাবে টিপু মুন্সী বলেছেন, ভারত ও চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার চেষ্টা চলছে।
তিনি বলেছেন, আমরা আগের থেকে অনেক উন্নতি করছি। ভারত ও চীন মিলে প্রায় আড়াই শ কোটি মানুষের দেশ। আমাদের সর্বাত্মক চেষ্টা চলছে দুই দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা।
বাণিজ্যমন্ত্রী বলেছেন, ইতিমধ্যে ভারতের বাজারে প্লাস্টিক, গার্মেন্টসহ বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে। চীন ,ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশকে টার্গেট করে আমরা পরিকল্পনা করছি।
এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান এবং ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন।
এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়ার পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জাসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.