আগামী অর্থবছরের জন্য ৬টি প্রধান চ্যালেঞ্জ চিহ্নিত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ বৃহস্পতিবার ২০২২-২৩ অর্থবছরের বাজেট বক্তৃতা দেওয়া সময় তিনি এ তথ্য জানান।
প্রথম চ্যালেঞ্জ হিসেবে তিনি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনা এবং অভ্যন্তরীণ বিনিয়োগ বৃদ্ধি করাকে চিহ্নিত করেছেন।
দ্বিতীয়ত, গ্যাস, বিদ্যুৎ ও সারে ভর্তুকির জন্য অর্থের সংস্থান করা।
তৃতীয়ত, বৈদেশিক সহায়তার অর্থ ব্যবহার এবং মন্ত্রণালয় ও বিভাগের উচ্চ-অগ্রাধিকারের প্রকল্পগুলো নির্ধারিত সময়ে শেষ করা।
চতুর্থত, শিক্ষা ও স্বাস্থ্য খাতের প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন।
পঞ্চম চ্যালেঞ্জ হলো ভ্যাট সংগ্রহের পরিমাণ এবং ব্যক্তি আয়করদাতার সংখ্যা বাড়ানো।
সর্বশেষ চ্যালেঞ্জ হিসেবে টাকার বিনিময় হার স্থিতিশীল এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সন্তোষজনক পর্যায়ে রাখাকে চিহ্নিত করেছেন অর্থমন্ত্রী।
মুস্তফা কামাল বলেন, প্রতিবছরের মতো চলতি অর্থবছরেও বাজেট প্রণয়নের অংশ হিসেবে আমি দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন, অর্থনীতিবিদ ও মিডিয়া ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপ করেছি। এছাড়াও, মন্ত্রণালয় ও বিভাগ এবং বিভিন্ন সংগঠন থেকে বাজেটের ওপর প্রস্তাবনা পেয়েছি।
এ সব আলোচনা, প্রস্তাবনা ও বিশ্লেষণে আগামী অর্থবছরের ৬টি চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়েছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.