বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে সারা দেশে যুবলীগের নেতাকর্মীরা অসহায় মানুষের পাশে রয়েছে। তারা অসহায় মানুষকে খাবার বিতরণ করেছে। এরই ধারাবাহিকতায় আজ ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ ‘রান্না করা খাবার’ বিতরণ করছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (৮ জুলাই) রাজধানীর টিকাটুলিতে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে আয়োজিত ‘অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ’ অনুষ্ঠানে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এসব কথা বলেন।
নিখিল বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নেতৃত্বে যুবলীগের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, মহানগর, জেলার নেতৃবৃন্দ রান্না করা খাবার ও অন্যান্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।’
যুবলীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে আমরা স্বাস্থ্য সেবা, টেলিমেডিসিন সেবা, অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্ষার এই মৌসুমে আমরা বৃক্ষরোপণ করছি। যতদিন শেখ হাসিনার হাতে এই দেশ থাকবে ততদিন এই দেশের একটি মানুষও অনাহারে থাকবে না।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আগামী শনিবার থেকে আমরা চাল-ডালসহ শুকনা খাবারও বিতরণ করবো। প্রথম ধাপে প্রতিবন্ধিদের দেয়া হবে, এরপর ধারাবাহিক ভাবে অসহায় মানুষের মাঝেও খাবার বিতরণ করা হবে।’
এসময় উপস্থিত ছিলেন- যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এড. মামুনুর রশীদ, যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদশা, সাংগঠনিক অ্যাড. শামিম আল সাইফুল সোহাগ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ (আইটি) সম্পাদক মোঃ শামছুল আলম অনিক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন পাভেল, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, কার্যনির্বাহী সদস্য ড. আরশের আলী আশিক, ইঞ্জিনিয়ার মো. মুক্তার হোসেন চৌধুরী কামাল।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা, সহ-সভাপতি আনোয়ার ইকবাল সান্টু, নাজমুল হোসেন টুটুল, কামাল উদ্দিন খান, যুগ্ম-সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বকুল, গাজী সারোয়ার হোসেন বাবু, সম্পাদক মণ্ডলীর সদস্য এমদাদুল হক এমদাদ, ফিরোজ উদ্দিন সাইমুম, বোরহান উদ্দিন চৌধুরী টোটন, খন্দকার আরিফ-উজ-জামান, আলতাফ হোসেন, শাহ জালাল রিপন, হারুনুর রশিদ, শেখ রাসেল রাজু, সদস্য এম আর মিঠু, এ আর বাচ্চুসহ অন্যন্যা নেতারা।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.