নিজস্ব প্রতিনিধি : ইঞ্জিনিয়ার ইনিস্টিউট বাংলাদেশ (আইইবি) এর ঢাকা সেন্টারের চেয়ারম্যান ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাওয়ার সেল'র ডিজি (মহাপরিচালক) প্রকৌশলী মোহাম্মদ হোসাইনকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। সম্প্রতি তিনি বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) হাজীগঞ্জে এ সংবর্ধনা প্রদান করা হয়।
হাজীগঞ্জ-শাহরাস্তির সর্বস্তরের জনগণের ব্যানারে হাজীগঞ্জের আলীগঞ্জস্থ পিটিআই হলরুমে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন প্রকৌশলী মোহাম্মদ হোসাইন।
যুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. ছিদ্দিকুর রহমান খাঁনের সভাপ্রধানে অনুষ্ঠানে আর বক্তব্য রাখেন,
হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ মৃধা, সদস্য ফারুক আহমেদ, জালাল আহমেদ জিতু, গাউছিয়া কমিটির পক্ষ থেকে ক্বারী মো. বিল্লাল হোসাইন পাটওয়ারী প্রমুখ।
শাহরাস্তি উপজেলার পক্ষে উপজেলা কৃষক লীগের সভাপতি মুকবুল আহমেদ চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য হোসাইন মীর প্রমুখ।
হাজীগঞ্জ পৌরসভার বাজার পরিদর্শক ও সাবেক ছাত্রনেতা খাজা সাফিউল বাসার রুজমনের সঞ্চালনে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, মাওলানা মো. গিয়াস উদ্দিন।
এ সময় বীরমুক্তিযোদ্ধা, রাজনৈতিক দল ও ইসলামী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারী ইঞ্জিনিয়ার ইনিস্টিউট বাংলাদেশ (আইইবি) এর নির্বাচনে প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বিপুল ভোটে ঢাকা সেন্টারের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.