নিজস্ব প্রতিবেদক
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ২০২০-২০২১ মেয়াদে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন প্রকৌশলী নজরুল ইসলাম। তিনি নাজবেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। তিনি একজন তরুণ উদ্দোক্তা হিসেবে সুনামের সাথে কাজ করে চলেছেন। জার্মান-বেলজিয়ামসহ এশিয়ার অনেক দেশের সাথে আধুনিক ফায়ার সেইফটি নিয়ে কাজ করছেন। স্টীল বিল্ডিংয়ে ফায়ার প্রোফিং নিয়ে মাল্টিন্যাশনাল কোম্পানির সাথেও কাজ করে চলেছেন তরুণ এই প্রকৌশলী, তিনি মূলত সম্পদ ও লাইফ সেভিংস প্রোডাক্ট নিয়ে বেশ কয়েকটি সেমিনারও করেছেন। তিনি কর্মজীবনের পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কাজের সাথেও জড়িত। শিক্ষানুরাগী এই তরুণ প্রকৌশলী নকলা উপজেলার নয়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করছেন। তিনি সেচ্ছাসেবী সংগঠন ‘হিমু পরিবহন’ এর উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। গত ২রা মার্চ রবিবার রাতে আইইবি নির্বাচন কমিশনের প্রাপ্ত ফলাফল অনুযায়ী প্রকৌশলী সমাজের ১১৩৬ ভোট পেয়ে মেম্বার হিসেবে নির্বাচিত হন। এবারের আইইবি নির্বাচনে তিনি বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ মনোনীত মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ‘হুদা-শিবলু’ প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। এই প্রকৌশলী নেতা ভবিষ্যতে তরুণ প্রকৌশলীদের সাথে নিয়ে কাজ করতে চান। তিনি বিশ্বাস করেন সমস্ত প্রকৌশলীরা এগিয়ে আসলে দেশের অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক উন্নতি সাধন হবে। তিনি সকলের দোয়া ও সহযোগিতা চেয়েছেন যেন মানুষের জন্য কাজ করে যেতে পারেন। |
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.