বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-কে তথ্য পাচারের অভিযোগে এক সেনাকে গ্রেফতারের তথ্য জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
তাকে আদালতে উপস্থাপন করে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানানো হয়েছে।
সূত্র জানিয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের ফাঁদে পড়ে তথ্য পাচার করেছে ওই সেনা। তবে যে তথ্য তিনি পাচার করেছেন তা ছিলো খুবই স্পর্শকাতর।
অভিযুক্ত ওই সেনা সদস্যের নাম সমবির। রাজস্থানের জয়সালমিরে কর্মরত ছিলেন তিনি।
ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ‘অনিকা চোপড়া’ নামে ফেসবুকে যে অ্যাকাউন্টে তিনি নিয়মিত আলাপচারিতা চালাতেন তা মূলত পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই পরিচালনা করতো।
এদিকে ওই ঘটনার পর আর কোনো সেনা সদস্য এ ধরনের কোনো অ্যাকাউন্টে কথা চালাচালি করছেন কি-না, তাও খতিয়ে দেখছে ভারতীয় সেনাবাহিনী।
এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে দেশটির বিমান বাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধেও এক নারীকে সেনা সম্পর্কিত গোপন তথ্য দেওয়ার অভিযোগ উঠে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.