বাংলাদেশ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদ্য যোগদানকৃত চেয়ারম্যান ড. এম আসলাম আলমকে আজ সকালে তাঁর অফিসে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন মোঃ শহিদুল ইসলাম। মোঃ শহিদুল ইসলাম চার্টাড লাইফ, সানলাইফ ও বেস্ট লাইফের সাবেক এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও সিইও হিসেবে চলতি দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে তিনি ডেলটা লাইফ ইন্স্যুরেন্স এর প্রস্তাবিত সিইও হিসেবে যোগদানের জন্য অপেক্ষমান আছেন।
ড. এম আসলাম আলমের সঙ্গে তার এই শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বীমা খাতের নতুন চ্যালেঞ্জ, সমস্যা ও সম্ভবনা নিয়ে খুব সংক্ষিপ্ত পরিসরে আলোচনা হয়। IDRA-এর চেয়ারম্যান হিসেবে ড. আলমের নেতৃত্বে বীমা খাতের উন্নয়নে গত ২ বৎসরের অধিককাল বৈষম্যের স্বীকার হওয়া সকল কর্মকতা, কর্মচারী ও সম্মানীত বীমা গ্রাহকদের দ্রুত সমস্যা সমাধানের মাধ্যমে বীমা শিল্পের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা করছেন জনাব, শহিদুল।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.