ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১২তম আসরের নিলামে শুরুতে দাপট দেখাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। মঙ্গলবার বিকালে এই নিলাম শুরু হয়। এতে বিক্রি হওয়া প্রথম দুই বিদেশি ক্রিকেটারই ক্যারিবীয়। তারা হলেন ওয়েস্ট ইন্ডিজের দুই তারকা কার্লোস ব্রেথওয়েট ও শিরমন হেটমায়ার।
কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে লড়াই করে ৫ কোটি রুপিতে কার্লোস ব্রেথওয়েটকে দলে টানে কলকাতা নাইট রাইডার্স।
অন্যদিকে, পাঞ্জাব, কলকাতা, দিল্লি ডেয়ারডেভিলস, সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়েলসের সঙ্গে লড়াই করে শিরমন হেটমায়ারকে দলে টানে রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু। ৫০ লাখ ভিত্তি মূল্যের হেটমায়ার শেষ পর্যন্ত বিক্রি হয়েছে ৪.২০ কোটি রুপিতে।
এদিকে, আরেক ক্যারিবীয়ান উইকেটরক্ষক ব্যাটসম্যান নিকোলাস পুরানকে ৪.২০ কোটি রুপিতে দলে টেনেছে কিংস ইলেভেন পাঞ্জাব।
এছাড়া অজি অলরাউন্ডার মরিস হেনরিককে ১ কোটি রুপিতে দলে টেনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। অক্সার প্যাটেলকে ৫ কোটি রুপিতে দলে ভিড়িয়েছে দিল্লি। নিলাম থেকে হৃদ্ধিমান শাহাকে ধরে রেখেছে তার আগের দল সানরাইজার্স হায়দরাবাদ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.