বিশ্ববিদ্যায়ল পরিক্রমা প্রতিবেদক : জয়পুরে বসেছিল আইপিএলের এবারের নিলাম৷ আর সেখানেই নিজেদের দল গুছিয়ে নিল সবকটি দল ৷
সবচেয়ে দামি দুই ক্রিকেটার জয়দেব উনাদকাট ও তরুণ বরুণ চক্রবর্তী ৷ এরা বিক্রি হলেন ৮.৪ কোটি টাকায় ৷
এরপর সবচেয়ে দামি ক্রিকেটার ইংল্যান্ডের স্যাম কুরান৷ কিংস ইলেভেন পাঞ্জাব তাকে কিনে নেয় ৭.২ কোটি টাকায় ৷
দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রামকে ৬.৪ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালস তাদের ডেরায় ভিড়িয়েছে৷
৫ কোটি টাকা দরে দল পেয়েছেন মাত্র তিন জন ক্রিকেটার৷ তারা হলেন চেন্নাই সুপার কিংসের মোহিত শর্মা, রাজস্থান রয়্যালসের শিভম দুবে, কেকেআরের কার্লোস ব্র্যাথওয়েট তারা সবাই একই টাকা পেয়ে দল পেয়েছেন৷
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.