পরিক্রমা ডেস্ক : ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) ১৬ জুন ২০২৩ তারিখে প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকাতে আইসিএসবির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে। অনুষ্ঠানে আইসিএসবির বিপুল সংখ্যক সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যমে।
আইসিএসবি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব এম নুরুল আলম এফসিএস অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস-এর সক্রিয় নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন যিনি দীর্ঘ ১১ বছর ধরে লড়াই করে চার্টার্ড সেক্রেটারীজ আইন, ২০১০ কার্যকর করার জন্য নিরলসভাবে কাজ করেছেন। তিনি ২০০৯-২০১০ সালের কাউন্সিল সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন যারা সিএস আইন পাস করার জন্য আন্তরিকভাবে কাজ করেছেন।
১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকীর বক্তব্য প্রদানকালে ইনস্টিটিউটের প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ আসাদ উল্লাহ এফসিএস তার অনুভূতির কথা ব্যক্ত করেন। তিনি বর্তমান শেখ হাসিনার সরকারকে ধন্যবাদ জানান যার নেতৃত্বে চার্টার্ড সেক্রেটারীজ আইন, ২০১০ সংসদে পাস হয়েছে। তিনি আরও বলেন যে, ২০০৩ থেকে ২০১০ সাল এর সমস্ত কাউন্সিল সদস্যগন তাকে অত্যন্ত সমর্থন করেছিলেন এবং সিএস আইন পাস করার দায়িত্ব অর্পণ করেছিলেন। তারা আরও উল্লেখ করেন যে, প্রতিশ্রুত লক্ষ্যগুলি অর্জনের জন্য এবং ইনস্টিটিউটকে একটি নতুন উচ্চতায় ও শ্রেষ্ঠত্বের কেন্দ্রে নিয়ে যাওয়ার দীর্ঘ লালিত স্বপ্নকে বাস্তবায়িত করার এখনই উপযুক্ত সময়।
তিনি আরও জোর দিয়ে বলেন যে, প্রতিষ্ঠার পর থেকে, এই প্রথমবার, আইসিএসবি পেশাকে আয়কর আইন, ২০২৩ (বিল নং ২১) স্বীকৃত করা হয়েছে অর্থাৎ যা ৮ জুন ২০২৩ তারিখে সংসদে পেশ করা হয়েছে এবং সংসদে অনুমোদনের জন্য অপেক্ষমান রয়েছে। এনবিআর ২৩ মে ২০২৩ তারিখের একটি এসআরও-এর মাধ্যমে ‘আয়কর রিটার্ন প্রস্তুতকারী বিধিমালা, ২০২৩’-এ আইসিএসবি প্রফেশনালদের অন্তর্ভুক্ত করেছে। তিনি আরও উল্লেখ করেন, আফতাবনগরের জমির মামলা যা কিনা আমরা বিগত নয় বছর যাবত লড়ছি তাতে আইসিএসবি জয় লাভ করেছে। সম্মানিত ঢাকা জেলা জজ আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ফেলো এবং এসোসিয়েট সদস্যগণ স্মৃতিচারন করেন ও প্রশংসাসূচক আলোচনা করেন। জনাব এন.জি. চক্রবর্তী এফসিএস, জনাব রাজা মাহমুদুল হক এফসিএস, জনাব তানভীর আহমেদ সিদ্দিকী এসিএস তাদের স্মৃতি ও অনুভূতি ব্যক্ত করেন।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে, ইনস্টিটিউটের বিপুল সংখ্যক ফেলো এবং সহযোগী সদস্যগন গ্র্যান্ড বলরুম, প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে জমকালো অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং দেশের একজন প্রখ্যাত শিল্পী কর্তৃক পরিবেশিত মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
পরিশেষে, আইসিএসবি-এর ট্রেজারার জনাব মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এফসিএস ইনস্টিটিউটের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.