বাংলাদেশে করপোরেট গভর্নেন্সে উৎকর্ষতা সাধন ও স্বচ্ছতা নিশ্চিত করার স্বীকৃতি হিসেবে এ বছর ৪১টি প্রতিষ্ঠানকে করপোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করেছে ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারি অব বাংলাদেশ (আইসিএসবি)। এর মধ্যে বীমা খাতের ৫টি কোম্পানি অ্যাওয়ার্ড অর্জন করেছে।
শনিবার (৫ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৩ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ, বাণিজ্য ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
ক্যাটাগরিতে বিজয়ী ৪১টি কোম্পানিকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. সালেহউদ্দিন আহমেদ। গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ- এই তিনটি ক্যাটাগরিতে কোম্পানিগুলোকে পুরষ্কার প্রদান করা হয়।
করপোরেট গভর্নেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ বিজয়ী বীমা খাতের ৫ কোম্পানির মধ্যে হলো-
গোল্ড অ্যাওয়ার্ড
জেনারেল ইন্স্যুরেন্স: সিটি ইন্স্যুরেন্স পিএলসি
সিলভার অ্যাওয়ার্ড
জেনারেল ইন্স্যুরেন্স: গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি
লাইফ ইন্স্যুরেন্স: প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড
ব্রোঞ্জ অ্যাওয়ার্ড
জেনারেল ইন্স্যুরেন্স: সেনা ইন্স্যুরেন্স পিএলসি
লাইফ ইন্স্যুরেন্স: ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.