ক্যাম্পাস প্রতিনিধি : 'আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম' এবং সংযুক্ত আরব আমিরাতের স্বনামধন্য প্রতিষ্ঠান ইকোনমিক গ্রুপ হোল্ডিংস-এর অঙ্গপ্রতিষ্ঠান 'এক্সট্রিম ইন্টেলিজেন্স টেকনোলজিস এলএলসি'-এর মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত ১০ জানুয়ারী সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল সেন্টারের এমিরেটস ফিন্যান্সিয়াল টাওয়ারের ইকোনমিক গ্রুপ হোল্ডিং লিমিটেডের সদর দফতরে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।
সমঝোতা স্মারকে (এমওইউ) আইআইইউসি'র পক্ষে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অফ ট্রাস্টিজ-এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নিজামুদ্দিন নদভী এমপি এবং এক্সট্রিম ইন্টেলিজেন্স টেকনোলজিস এলএলসি'র পক্ষে স্বাক্ষর করেন ইকোনমিক গ্রুপ হোল্ডিংস লিমিটেডের নির্বাহী পরিচালক রাউফ আলী।
সমঝোতা স্মারকের শর্তানুযায়ী আইআইইউসি হইটেক নলেজ শেয়ারিং, আইআইইউসি'র গ্র্যাজুয়েটদের চাকরির সুযোগ, শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট,স্টাডিজ ও সার্ভে, ফ্যাকাল্টি মেম্বার ও অফিসারদের ইন-প্লান্ট ট্রেইনিং, স্পেশাল টেকনিক্যাল ট্রেইনিং, শিক্ষার্থীদের ইন্টার্নি, প্রজেক্ট ওয়ার্ক, আন্তর্জাতিক মানের ল্যাব তৈরি, আইটি ইনফ্রা স্ট্রাকচার উন্নতকরণ, ও ডাটা সেন্টার তৈরি, গেস্ট লেকচার-সহ বিবিধ প্রকারের সুযোগসুবিধা থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.