বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুত্রবধূকে ধর্ষণের দায়ে অহিদ মিয়াকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া পৌরশহর থেকে তাকে আটক করা হয়।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা করে তার পুত্রবধূ। অহিদ মিয়া আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের সাবেক মেম্বার ও দরুই গ্রামের বাসিন্দা।
আখাউড়া থানা পুলিশ জানায়, অহিদ মিয়ার তার পুত্র রাজিবের স্ত্রী লাকী আক্তারকে দুধের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে ঘুমের মধ্যে একাধিকবার ধর্ষণ করে। পরে বিষয়টি টের পেয়ে লাকী আক্তার স্বামীকে জানায়। এনিয়ে পিতা-পুত্রে ঝগড়া হয়। পরে থানায় মামলা দেয় রাজিব।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহম্মদ নিজামী বলেন, পুত্রবধূর দায়ের করা মামলায় তার শাশুড়িসহ লম্পট শ্বশুরকে গ্রেফতার করে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.