পরিক্রমা ডেস্ক : আগামীকাল (০১.০৮.২০২৩খ্রি.) সৌরজগতে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণভাবে চাঁদকে দেখা যাবে, যা’ সুপারমুন হিসেবে পরিচিত। আগামীকাল চাঁদ পৃথিবীর কাছাকাছি অবস্থানে আসবে বিধায় পূর্ণিমার চাঁদ স্বাভাবিকের চেয়ে ৭% বড় আকারে আবির্ভূত হবে। এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “এসময় সাগর ও মহাসাগরে স্বাভাবিকের চেয়ে বেশি জোয়ার অর্থাৎ জোয়ারের উচ্চতা বেশি হবে। আগামীকাল (০১ আগস্ট ২০২৩খ্রি.) মঙ্গলবার সন্ধ্যা ৭.০০ টা থেকে রাত ৯.০০ টা পর্যন্ত (আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে) জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ভবন থেকে এ সুপারমুন দেখা যাবে। এজন্য আগারগাঁওস্থ বিজ্ঞান জাদুঘরের প্রশাসনিক ভবনের ছাদে স্থাপন করা হবে শক্তিশালী টেলিস্কোপ। রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সুপারমুন পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য এসময় কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হবে। যেকোন নাগরিক বা শিক্ষার্থী ০১৭১১৪০৭৯৪৮নং মোবাইলে যোগাযোগ করতে পারেন।”
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.