মতলব দক্ষিণ (চাঁদপুর): চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী পাটওয়ারী বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বসত ঘর আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে।
শুক্রবার (১৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে ওই বাড়ির ইসমাইলের ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনে ইসমাইল, আরিফ, আনিছ, বিল্লাল, আবু, কালু পাটোয়রী, আলিম উদিন, শরীফ, মনির, আইয়ুব আলীর ঘর আগুনে ভস্মিভূত হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিক বাংলাদেশ ছাত্রলীগ চাদঁপুর জেলা ছাত্রলীগের পক্ষ চাঁদপুর জেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারন সম্পাদক আল-আমিন খান জুয়েলসহ সদস্যবৃন্দ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্তদের শান্ত্বনা দেন। পরে চাঁদপুর জেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারন সম্পাদক আল-আমিন খান জুয়েল পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারকে নগদ ক্ষুদ্র প্রয়াস প্রদান করেন।
পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে ৫ হাজার টাকা করে ৪৫ হাজার টাকা প্রদান করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.