রাজধানীর বঙ্গবাজার মার্কেটে অগ্নিকাণ্ডের প্রায় সাড়ে ৬ ঘণ্টার পর আগুন নিয়ন্ত্রণ আসে। সকাল থেকে ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিট প্রচেষ্টা চালিয়ে বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। সেনা, নৌ ও বিমান বাহিনী সেই সঙ্গে বিজিবি আগুন নিয়ন্ত্রণের কাজ করে।
এতবড় টিম কাজ করার পরও আগুন নেভাতে দীর্ঘ সময় লেগে যাওয়া নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে দেরি হওয়ার কারণ জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক মাইন উদ্দিন।
তিনি দুপুরে ব্রিফিংয়ে বলেন, আগুন আরো আগেই নিয়ে আনা যেত। তবে উৎসুক জনতা ও পানির সংকটের কারণে দেরি হয়েছে।
ডিজি বলেন, এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে সকাল ৬টা ১০ মিনিটে। ৪৮টি ইউনিটের অক্লান্ত পরিশ্রমে ১২টা ৩৬ মিনিটে নিয়ন্ত্রণে আসে। এখন নিয়ন্ত্রণে চলে এসেছে তবে নির্বাপণ করতে আরো ১ ঘণ্টা লাগবে বলে জানিয়েছেন ডিজি। তিনি বলেন, আগুন আর ছড়াবে না।
মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে দেশের সর্ববৃহৎ পাইকারি কাপড়ের বাজারে আগুন লাগে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.