বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : অস্কারের ‘সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র’ বিভাগের নাম ‘বেস্ট ফরেন ল্যাংগুয়েজ ফিল্ম’ থেকে পরিবর্তন করে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ করা হয়েছে। পরিবর্তন আনা হলো এই বিভাগের ভোট দেয়ার পদ্ধতিতেও। একাডেমির সব সদস্যরাই এবার বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে ভোট দিতে পারবেন। সব সদস্যের কাছে ইতোমধ্যেই চিঠি পাঠিয়েছেন ‘ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগ’-এর এক্সিকিউটিভ কমিটির ডিয়ানে ওয়েরম্যান এবং ল্যারি কারাসজিউস্কি।
এবছর এই পুরস্কারের জন্য লড়বে বাংলাদেশসহ ৯৩টি দেশ। ভোট গ্রহণের মাধ্যমে এই ক্যাটাগরির চূড়ান্ত মনোনয়ন ঠিক করা হবে। ৯৩টি ছবির তালিকা থেকে ১০টি ছবির সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে ১৬ ডিসেম্বর। আর এই বিভাগের মনোনয়ন ঘোষণা করা হবে ২০২০ সালের ১৩ জানুয়ারি।
এবারের আসরে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘আলফা’। ঢাকা শহরের একজন রিকশা পেইন্টারের জীবনের নানা বাঁকের গল্পকে এই ছবির উপজীব্য করা হয়েছে। ভারত থেকে ‘গল্লি বয়’ লড়বে এই প্রতিযোগিতায়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.