পরিক্রমা ডেস্ক : ইউক্রেনের জাপোরিঝঝিয়া পরমাণু বিদ্যুৎকেন্দ্রের মহাপরিচালকে আটক করেছে রাশিয়ার সেনারা। প্ল্যান্টটি পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা ইনারগোটাম কোম্পানি শনিবার একথা জানিয়েছে।
মহাপরিচালক ইহোর মুরাশোভ পাওয়ার প্ল্যান্টে যাওয়ার পথে শুক্রবার বিকেল চারটার দিকে আটক হন বলে জানানো হয়েছে।
বিবৃতিতে কোম্পানিটি বলেছে, ‘তাকে একটি গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে। চোখ বাঁধা অবস্থায় তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।’
যদিও এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। সম্প্রতি ঝাপোরিঝঝিয়াকে নিজেদের অঞ্চল বলে ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সূত্র: রয়টার্স
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.