বিশ্ববিদ্যায়ল পরিক্রমা : ইসলামি প্রজাতন্ত্র ইরানের নিজেদের সামরিক শিল্প কারখানায় তৈরি করা উচ্চ ক্ষমতাসম্পন্ন ১০টি হেলিকপ্টারকে সামরিক বাহিনীর ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়েছে। দেশীয় বিশেষজ্ঞদের মাধ্যমে তৈরি করা হেলিকপ্টারগুলোর ওপর পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষা করা হয়। হেলিকপ্টারগুলো উন্মুক্ত করার জন্য গতকাল রবিবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন ইরানের প্রতিরক্ষা উপমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল কাসেম তকি যাদেহ।
তিনি বলেন, চিনুক-সিএইচ এবং এসএইচ সিরিজের হেলিকপ্টারসহ এমআই-ওয়ান এবং এমআই-সেভেনটিন হেলিকপ্টারের ওপরে পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষার দক্ষতা অর্জন করেছে ইরান। ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকে সামরিক খাতে ইরান ব্যাপক উন্নয়ন করতে সক্ষম হয়েছে এবং অনেক ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।
সূত্র : পার্সটুডে
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.