বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, চাপ প্রয়োগ করে তার দেশকে নতজানু করতে পারবে না আমেরিকা। ইরানের ওপর আমেরিকার আরোপিত কঠোর নিষেধাজ্ঞাকে ওয়াশিংটনের তেহরান-বিরোধী অর্থনৈতিক সন্ত্রাসবাদ হিসেবে অভিহিত করে তিনি এই সন্ত্রাসী তৎপরতা বন্ধ করার জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে অংশ নিতে বর্তমানে নিউ ইয়র্কে অবস্থানকারী জারিফ আমেরিকার ন্যাশনাল পাবলিক রেডিও বা এনপিআরকে দেয়া এক সাক্ষাৎকারে ওই আহ্বান জানান।
জারিফ বলেন, ‘চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে পরাজিত করা যাবে বলে যে বিভ্রান্তিকর ভাবনা আপনাদের রয়েছে তা থেকে বেরিয়ে আসুন। কারণ, আমরা বিনা উসকানিতে আমেরিকার এই আক্রমণাত্মক আচরণ প্রতিরোধ করার সিদ্ধান্ত নিয়েছি।’ ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি আপনাদেরকে এই নিশ্চয়তা দিচ্ছি যে, চাপ প্রয়োগ করে আমেরিকা ইরানকে নতজানু করতে পারবে না।’
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.