তার বয়স মাত্র তিরিশ ঘণ্টা। এক দিন আগেই জন্ম নিয়েছে সে। কিন্তু তার দেহেও এবার হানা দিয়েছে নোভেল করোনাভাইরাস। চীনের সবচেয়ে ক্ষতিগ্রস্ত শহর উহানে জন্মানো একদিনের ওই শিশুকে নিয়ে হইচই শুরু হয়ে গেছে। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই শিশুটিই এখন সর্বকনিষ্ঠ যার দেহে এই মারাত্মক ভাইরাসের লক্ষণ মিলল।
ওই নবজাতক ছেলে না মেয়ে, তা জানা যায়নি। তবে চীনা সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শিশুটির মার শরীরে ওই ভাইরাস ছিল। তার থেকে শিশুর দেহেও সংক্রমণ ছড়িয়েছে। আইসোলেশনে রেখে মা ও শিশুর চিকিৎসা চলছে। তবে তারা কেমন আছেন, তা জানা যায়নি।
চীনা সরকারি সংবাদ সংস্থা যদিও গত সোমবার জানিয়েছিল, গত সপ্তাহে করোনাভাইরাসে আক্রান্ত আর এক মহিলাও সন্তানের জন্ম দিয়েছেন। তবে সেই শিশুটির দেহে ভাইরাস মেলেনি। চীনের মূল ভূখণ্ডে করোনাভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গতকাল বুধবার পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৯০ জনের। আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে ইতোমধ্যে। মৃতদের বেশির ভাগই হুবেই প্রদেশের বাসিন্দা।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.