বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : কিছুদিন আগেই আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় বুলবুল। এবার আসছে আরও এক ঘূর্ণিঝড় ‘রিতা’। সেই ট্রপিক্যাল সাইক্লোনের আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে নিউজিল্যান্ডে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, যে কোনো পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে।
সাম্প্রতিককালে এটাই সর্ব প্রথম ট্রপিক্যাল সাইক্লোন। ফিজির মেট সার্ভিস প্রথম এই ওয়ার্নিং দিয়েছে।
জানা গেছে, দ্রুত এই সাইক্লোন ‘ক্যাটাগরি-২’ তে পরিণত হবে। ১১০ কিমি প্রতি ঘণ্টা গতিতে এগিয়ে আসছে সেই ঝড়। আছড়ে পড়ার আগে এর গতি হতে পারে ১৬০ কিমি।
প্রতি বছর অন্তত একটা করে ট্রপিক্যাল সাইক্লোনের শিকার হয় নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডসহ দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই সময়টা ঘূর্ণিঝড়ের সময়। প্রত্যেক বছরেই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয় নিউজিল্যান্ড।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.