পরিক্রমা ডেস্ক : আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) নিলামে নাম উঠবে মোট ৩৫৫ জন ক্রিকেটারের। সেই নিলামে সুযোগ পেয়েছে ২৪ বাংলাদেশি ক্রিকেটার। আগামী ১৪ জুন কলম্বোর সাং-রিলা হোটেলে নিলাম অনুষ্ঠিত হবে। এবারই প্রথম এই টুর্নামেন্টের নিলাম হতে যাচ্ছে।
নিলামে শ্রীলঙ্কার ২০৪ জন ক্রিকেটারের নাম উঠবে। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ জন পাকিস্তানের, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ থেকে ২৪ জন, ওয়েস্ট ইন্ডিজের ১৭ জন ও দক্ষিণ আফ্রিকার আছেন ১০ জন ক্রিকেটার।
বাংলাদেশ থেকে নিলামে ওঠার জন্য চূড়ান্ত হওয়া ক্রিকেটারদের মধ্যে আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদরা।
এর আগে সরাসরি চুক্তিতে গল গ্ল্যাডিয়েটর্স দলে ভেড়ায় বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে। এছাড়া সরাসরি চুক্তিতে দল পেয়েছেন বাবর আজম, ডেভিড মিলার, নাসিম শাহ, তাব্রাইজ শামসি, ফখর জামান।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.