বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস বা কোভিড-১৯ এর কারণে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীকে লকডাউন করা হয়েছে।
শুক্রবার নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো এ ঘোষণা দেন।
অ্যান্ড্রু কুওমো বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস ঠেকাতে নিউইয়র্ক নগরীকে লকডাউন করা হয়েছে। আমি চাই না এই ভাইরাসে কোনো প্রাণহানি হোক।
তিনি বলেন, রোববার থেকে কেবল মুদির দোকান, ফার্মেসি এবং অন্যান্য প্রয়োজনীয় ক্রিয়াকলাপ ছাড়া নগরীর সমস্ত অপ্রয়োজনীয় ব্যবসা বন্ধ থাকবে। বাস্কেটবল খেলাসহ অন্যান্য সব খেলাধুলা বন্ধ থাকবে। বাড়ি থেকে বিশেষ প্রয়োজন ছাড়া সরকারি এবং বেসরকারি খাতের কর্মচারীর বের হবেন না।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.