বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : করোনাভাইরাস, বিশ্বব্যাপী এক মহাবিপর্যয়ের নাম। এরই মধ্যে বিশ্বের ১৯৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এসব দেশে এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫ লাখ ৩১ হাজার ৮০৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৬০ হাজার ৭৬৯ জন।
এদিকে, প্রাণঘাতী এই ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৪ হাজার ৭৩ জনের। এর মধ্যে সবচেয়ে প্রাণ ঝড়ে গেছে ইউরোপের দেশ স্পেনে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭১৮ জনের। আর এই সময়ে ইতালিতে মৃত্যু হয়েছে ৭১২ জনের।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ৩৬৫, যুক্তরাষ্ট্রে ২৬৮, ইরানে ১৫৭, যুক্তরাজ্যে ১১৫, জার্মানিতে ৬১, সুইজারল্যান্ডে ৩৯, নেদারল্যান্ডসে ৭৮ ও বেলজিয়ামে ৪২ জনের মৃত্যু হয়েছে
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.