বিশ্ববিদ্যালয় পরিক্রমা : আমেরিকায় চারজন মুসলিমকে হত্যার ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্প্রতি দেশটির নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের সবচেয়ে বড় শহর আলবুকার্কে চারজন মুসলিমকে হত্যা করা হয়। এই চার মুসলিমকে হত্যার একই যোগসূত্র রয়েছে এবং তারা বিদ্বেষমূলক অপরাধের শিকার হতে পারেন বলে মনে করছে দেশটির পুলিশ। এ ঘটনার নিন্দা জানিয়ে স্থানীয় সময় রবিবার বাইডেন এক টুইটে বলেন, “আলবুকার্কের চার মুসলিম পুরুষের রোমহর্ষক হত্যার ঘটনায় আমি ক্ষুব্ধ ও ব্যথিত।তিনি আরও বলেন, “আমরা পূর্ণ তদন্তের অপেক্ষায় রয়েছি। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। আমার প্রশাসন মুসলিম সম্প্রদায়ের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে। এসব ঘৃণ্য হামলার স্থান আমেরিকায় নেই।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.