বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : চীনা করোনা কোয়ারেন্টাইন হোটেল ধসের ঘটনায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ২৯ জন মানুষ।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টায় চীনের ফুজিয়ান প্রদেশের জিনজিয়া নামের পাচঁ তলা হোটেলটি ধসে পড়ে। এতে আটকা পরে ৭১ জন মানুষ। এর মধ্যে ৩৮ জনকে উদ্ধার করা হয়েছে বলে বলছে জরুরী ব্যবস্থাপনা মন্ত্রানালয়। তবে ভবন ধসের কারণ এখন পর্যন্ত জানা যায় নি। করোনায় আক্রান্তদের সঙ্গে নিবিড় সংস্পর্শে গেছেন এমন মানুষদের অই হোটেলের কোয়ারেন্টাইনে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছিল।
চীনের ফুজিয়ানায় এখন পর্যন্ত ২৯৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। একই সঙ্গে ১০ হাজার ৮১৯ জনকে কোয়ারেন্টাইনে রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.