বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : বহু কারণে নিজেকে নোবেল পুরস্কার পাবার যোগ্য দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদি তারা (আয়োজকরা) এটি নিরপেক্ষভাবে দেয়। কিন্তু এটি যথাযথভাবে দেওয়া হয় না বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
সোমবার নিউইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানান ট্রাম্প।
এসময় তিনি আরও বলেন, কাশ্মির সংকট নিরসনে সহায়তা করতে পারলে এর জন্য নোবেল পুরস্কার পেতে পারেন।
এর আগে দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে কেন নোবেল দেওয়া হয়েছিল, তার সমালোচনাও করেন তিনি।
তিনি বলেন, তারা (আয়োজকরা) ওবামাকে প্রেসিডেন্ট পদে আরোহণের সঙ্গে সঙ্গেই এ পুরস্কার দিয়েছিল। কেন তাকে এটা দেয়া হলো সে সম্পর্কে তার কোনও ধারণাই ছিল না। এর কারণ কি আপনাদের জানা আছে?'
এদিন কাশ্মির ইস্যুতে ফের মধ্যস্থতার প্রস্তাব দেন ট্রাম্প। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে পাশে বসিয়ে তিনি বলেন, পাকিস্তান ও ভারত উভয়ে চাইলে কাশ্মির ইস্যুতে মধ্যস্থতায় তিনি প্রস্তুত রয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.