বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : একইসঙ্গে বিয়ে ছিল দুই বোনের। চোখে সানগ্লাস, হাতে তলোয়ার এবং ঘোড়ায় চড়ে বিয়ে করতে গিয়েছেন তারা। অবাক লাগছে? কিন্তু এটা কোনো রূপকথার গল্প নয়। একেবারে বাস্তব ঘটনা। এমনটাই ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে।
সমাজের অগ্রগতিতে পুরুষের সঙ্গে সমানভাবে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে নারীরা। তারই আরও একটা নজির গড়লেন মধ্যপ্রদেশের ওই দুই বোন।
দুই বোন নিজেদের বিয়েতে পুরুষদের মতোই ঘোড়ায় চড়ে তলোয়ার নিয়ে বিয়ে করতে গিয়েছেন। গত ২২ জানুয়ারি একসঙ্গে বিয়ে ছিল খান্দোয়া এলাকার দুই বোন সাক্ষী ও সৃষ্টির। দুজন নববধূই সেজে ঘোড়ায় চেপে বিয়ে করতে গেলেন বরের বাড়ি।
হাতে তলোয়ার নিয়ে ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাওয়ার রীতি রয়েছে রাজপুত সম্প্রদায়ের মধ্যে। এই দৃশ্য নতুন নয়। কিন্তু কনেদের এমন ঘটনা বিরলই বলা চলে।
এদিকে, এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে । ছবিতে দেখা গেছে, দুই বোনের মাথাতেই ছিল পাগড়ি, চোখে সানগ্লাস। আর হাতে ছিল তলোয়ার। একজন পরেছিলেন নীল শাড়ি, অন্যজন গোলাপি। দুজনেই কনেযাত্রী নিয়ে চললেন বিয়ে করতে।
সাক্ষী ও সৃষ্টি জানিয়েছেন, লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে বার্তা দিতেই এই কাজ করেছেন তাঁরা।সূত্র : আজকাল
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.