বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক :জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ বলেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যদি ভেবে থাকে পাকিস্তানের সঙ্গে যুদ্ধে জড়ালে লোকসভা নির্বাচনে তার ফায়দা পাবে তারা, তাহলে সে ধারণা ভুল। বিজেপির কট্টর সমালোচক ন্যাশনাল কনফারেন্স সভাপতি ফারুক আবদুল্লাহ বিভাজনের রাজনীতি করার অভিযোগ তোলেন বিজেপির বিরুদ্ধে।
তার কথায়, ‘‘বিজেপি দেশকে ধ্বংস করে দেবে। তারা যদি মনে করে যুদ্ধ করে ভোটে জিতবে সেটা ভুল। বরং যুদ্ধ করলে তারা ভোটে হারবে।’’
পুলওয়ামার ঘটনার পর কাশ্মীরে প্রতিদিন বদলাচ্ছে পরিস্থিতি। যুদ্ধের মেঘ ঘনিয়ে আসছে বলে আশঙ্কা করা হচ্ছ। যুদ্ধের বিরুদ্ধেই মুখ খুলেছেন প্রবীণ এই রাজনীতিক।
তার মতে, দুই দেশ চারবার যুদ্ধে জড়িয়েছে। কিন্তু কোনও সমাধানসূত্র বের হয়নি। সমস্যা সেই তিমিরেই রয়েছ। তবে এবার যুদ্ধ বাধলে তা চরম আকার নেবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.