বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে একটি সামরিক হাসপাতালে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
পাকিস্তানের টুইটার ব্যবহারকারীদের থেকে এ তথ্য জানা গেছে।
কোয়েটার মানবাধিকারকর্মী আহসান উল্লাহ মিখাইল তার টুইটারে জানান, ঘটনাস্থলে কোনও ধরনের গণমাধ্যমকে সংবাদ প্রচারের অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। ফলে মূলধারার কোনও সংবাদ মাধ্যমে তথ্যটি আসছে না।
যে হাসপাতালে বিস্ফোরণ ঘটেছে সেখানে জাতিসংঘের কালো তালিকাভুক্ত জঙ্গি সংগঠন ‘জঈশ-ই- মোহাম্মদ প্রধান মাসুদ আজহার চিকিৎসাধীন ছিলেন বলে দাবি করেন তিনি। সূত্র: এএনআইনিউজ, ইন্ডিয়া টুডে
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.