বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : মিশরের কায়রোর একটি হাসপাতালে এক রোগীর পেট থেকে সাড়ে ৬ হাজার মিশরীয় পাউন্ড উদ্ধার করা হয়েছে। এছাড়াও তার পেট থেকে পাওয়া গেছে মুদ্রা, ৩৯ টি নখ, ক্লিপার এবং একটি লাইটার। স্থানীয় পত্রিকার উদ্ধৃতি দিয়ে আরব নিউজ গতকাল বুধবার এ খবর প্রকাশ করেছে।
ওই রোগী পেটে তীব্র ব্যথা নিয়ে কাসর এল আইনি নামে কায়রোর সেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তিনি বেশ কিছু সময় ধরে টাকা খাওয়ার কথা চিকিৎসকদের কাছে স্বীকারও করেছিলেন।
অস্ত্রোপচার পরিচালনাকারী ডা. আবদুল রহমান মোস্তফা জানান, পেট এবং অন্ত্রের তীব্র সংক্রমণে আক্রান্ত রোগীকে বাঁচাতে চার ঘণ্টা ধরে অপারেশন করা হয়। পরে তার পেট থেকে চারটি রোলে নোটের মোট সাড়ে ৬ হাজার পাউন্ড উদ্ধার করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.