বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ৭ বছর আগে দেশদ্রোহের অভিযোগে ফুফার মৃত্যুদণ্ড কার্যকর করেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উন। সেই ঘটনার পর এই প্রথম সবাইকে অবাক করে দিয়ে কিম জং উনের ফুফু এবং দেশটির রাজনীতিতে একসময় প্রভাবশালী হিসেবে পরিচিত ‘মৃত’ কিম কায়ং-হুই জনসম্মুখে হাজির হয়েছেন।
রবিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ কিং-হুইয়ের নববর্ষ উদযাপনের একটি ছবি প্রকাশ করে।
কিম কায়ং-হুইকে নিয়ে এতদিন ব্যাপক জল্পনা-কল্পনা চলছিল। কেউ কেউ ভাবছিলেন, স্বামীর মতো তাকেও হত্যা করা হয়েছে। অনেকের ধারণা, নির্বাসনে পাঠানো হয়েছে তাকে।
কিন্তু দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে দেখা গেছে, ভাইপোর পাশে রয়েছেন উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল-সাংয়ের মেয়ে ও সাবেক নেতা কিম জং-ইলের বোন কিম-কায়ং হুই।
রাজধানী পিয়ংইয়ংয়ের একটি থিয়েটারে নেতা কিম জং-উন ও তার স্ত্রীর পাশেই বসে থাকতে দেখা গেছে ৭৩ বছরের কিম কায়ং-হুইকে।
২০১৩ সালে হুইয়ের স্বামী অর্থাৎ ফুফা সং-থেককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এই কিম জং-উনই। তখন তার ফুফা ছিলেন দেশটির দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তিত্ব।
এতে ধারণা করা হচ্ছে, এই নারী রাষ্ট্রক্ষমতায় ফের প্রভাবশালী হয়ে উঠেছেন। খুব সম্ভবত উপদেষ্টা হিসেবে আছেন তিনি।
দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম এনকে নিউজের ব্যবস্থাপনা সম্পাদক অলিভার হথাম বলেন,‘যে মানুষটি তার স্বামীকে ফাঁসির আদেশ দিয়েছেন তার পাশেই বসতে হয়েছে হুইকে। উত্তর কোরিয়া কতোটা নৃশংস ও বিকৃত এটা তা-ই মনে করিয়ে দিচ্ছে’।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.