বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে চলছে তীব্র অস্থিরতা। নির্বাচনে জয় নিশ্চিত হওয়ার ভবিষ্যৎ প্রশাসনে একের পর এক লোক নিয়োগ করে চলেছেন নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন (৪৬ তম)। এদিকে দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের ভাবনায় বিভোর বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (৪৫ তম)।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন আজ বৃহস্পতিবার সকালে জানিয়েছে, দীর্ঘদিনের সহযোগী রন ক্লেইনকে নিজের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দিয়েছেন বাইডেন। হোয়াইট হাউজে এ পদটি বেশ ক্ষমতাধর একটি পদ।
ক্লেইন বাইডেনের বিশ্বস্ত উপদেষ্টা। এজন্যই এত বড় পদে নিয়োগ পেয়েছেন তিনি। এর আগে রন ক্লেইন ডেমোক্রেট প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট আল গোরের এবং বারাক ওবামা প্রশাসনে বাইডেনের চিফ অব স্টাফের দায়িত্বে ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.