পরিক্রমা ডেস্ক : ৯২ ফিরিয়ে আনতে মরিয়া বাবর আজম। এবার তিনিও বিপর্যস্ত দল নিয়েই উঠেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। আর সেই ম্যাচে তার প্রতিপক্ষও ইংল্যান্ড।
১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপেও ইমরান খান ইংল্যান্ডকে হারিয়েই শিরোপা নিয়ে বাড়ি ফিরেছিলেন। সেমিফাইনালেও বাবর আজম ইমরান খানের মতোই নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছেন।
এবার ইংল্যান্ডকে হারিয়ে কাপটা জিততে পারলেই বাবর আজম হয়ে যাবেন ইমরান খান। ১৯৯২ ও ২০২২ সালের গল্পটা মিলে যাবে একই সুতোয়। ফাইনালের ভেন্যুটাও সেই ৯২’র মতোই মেলবোর্ন।
বাবর আজমও তাই বললে বলেছেন, ‘মিল তো আছেই। আমরা ট্রফিটা জেতার চেষ্টা করব আর এই দলটার অধিনায়কত্ব করাও গর্বের, বিশেষ করে এমন একটা মাঠে। ইনশা আল্লাহ আগামীকালের ম্যাচে আমরা নিজেদের শতভাগ উজাড় করে দেব।’
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.