বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ছেলেধরা গুজবে এবার ভারতে গণধোলাইয়ের শিকার হলেন তিন ব্যক্তি। তাদের মধ্যে দু'জন আবার কংগ্রেসের নেতা। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দেশটির মধ্যপ্রদেশের বেতুলে।
স্থানীয় পুলিশের এএসপি রাম স্নেহী মিশ্র জানান, কংগ্রেসের ওই দুই নেতা এক কর্মীকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাতে একটি গ্রামের উপর দিয়ে বাড়ি ফিরছিলেন। বেতুলের ওই গ্রামে কয়েক দিন ধরেই ছেলেধরার গুজব চলছিল। রাতে অপরিচিত তিনজনকে গ্রামে দেখে, সন্দেহ বাড়ে। তারা যে কংগ্রেস নেতা, গ্রামবাসীদের তা জানা ছিল না। গুজবের কারণে পরিচয় না জেনেই ওই তিন জনকে মারধর করেন গ্রামবাসীরা। পরে পুলিশ সেখানে গিয়ে তাদেরকে উদ্ধার করে।
পুলিশের কাছে কংগ্রেস নেতাদের পরিচয় জানতে পেরে, পরে অবশ্য গ্রামবাসীরা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
এই ঘটনায় শুক্রবার রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। আহতদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.