বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছে। সোমবার (০৮ জুলাই) ভোরে বাসটি লখনৌ থেকে দিল্লি যাওয়ার পথে আগ্রার যমুনা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ৪৬ জন যাত্রী নিয়ে বাসটি প্রায় ৫০ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে ২৯ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।
স্থানীয় পুলিশ জানায়, স্লিপার কোচের এ বাসটির চালক ঘুমিয়ে পড়ায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতেই এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া এখনও উদ্ধারকাজ অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ।
এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.