বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : মেক্সিকোতে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত হয়েছেন। গুরুতর অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩১ জন।
বুধবার ভেরাক্রুজপ্রদেশের মালট্রাটা নামক স্থানের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর সিএনএনের।
দেশটির পুলিশ জানায়, ক্যাথলিক তীর্থযাত্রীদের নিয়ে মেক্সিকো সিটি থেকে গুতিয়ারেজ শহরে যাচ্ছিল বাসটি। ধর্মীয় আনুষ্ঠানিকতা সেরে নিজ শহরে ফিরছিলেন তারা।
ঘটনাস্থলে পৌঁছালে বাসটি ওই ট্রাককে ধাক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গেই বাসটিতে আগুন ধরে যায়। এতেই এ হতাহতের ঘটনা ঘটে।
ভেরাক্রুজপ্রদেশের সরকারের পক্ষ থেকে এক টুইটবার্তায় হতাহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি হতাহতদের আর্থিক সহায়তার আশ্বাস দেয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.