বিশ্ববিদ্যায়ল পরিক্রমা :হাঙ্গেরির শীর্ষ সংবাদ মাধ্যম 'ইনডেক্স' থেকে ৭০ এর বেশি সাংবাদিক ও কর্মচারী পদত্যাগ করেছেন। সরকারের বিরুদ্ধে তাদের ওয়েবসাইট ধ্বংস/ নিয়ন্ত্রণ আরোপের অভিযোগ এনে পদত্যাগ করেছেন তারা।
মঙ্গলবার ইনডেক্সের প্রধান সম্পাদক জাবুলসেস ডালকে বহিষ্কার করা হয়। ইনডেক্সের সাংবাদিকরা বলেছেন, 'এ সিদ্ধান্ত সংবাদমাধ্যমটির স্বাধীনতায় স্পষ্ট বাধা ও চাপ প্রয়োগের চেষ্টা।'
ওই বহিষ্কারের কয়েক ঘণ্টা পর রাজধানী বুদাপেস্টে গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ২০১০ সাল থেকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী পদে আছেন ভিক্টর অরবান। গত এক দশক ধরে তিনি ক্রমাগতভাবে দেশটির স্বাধীন মিডিয়ার নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়ে নিচ্ছেন। সূত্র: বিবিসি
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.