বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, সৌদি আরব আমাদের কোম্পানির কাছ থেকে অনেক কিছু ক্রয় করে। তাই আমি চাই না দেশটির কোনো ক্ষতি হোক। উইসকনসিনে ‘মেইক আমেরিকা গ্রেট এগেইন’ শীর্ষক এক র্যালিতে তিনি এসব কথা বলেন।
ট্রাম্প বলেন, সৌদি আরবের সঙ্গে সমঝোতার চেষ্টা চলছে যাতে তাদের কাছ থেকে আরো অর্থ পাওয়া যায়।
সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘তাদের (সৌদি আরব) কিছু না থাকলেও টাকা আছে, ঠিক? তারা আমাদের কাছ থেকে বিপুল টাকার পণ্য কেনে, তারা ৪৫ হাজার কোটি ডলারের পণ্য কিনেছে। অনেকেই আছে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক শেষ করতে চায়…আমি তাদের হারাতে চাই না’।
খাশোগি হত্যার পর ট্রাম্প বলেছিলেন, আমরা যদি বোকার মতো এসব চুক্তি বাতিল করি তাহলে রাশিয়া এবং চীন বিপুল লাভবান হয়ে যেতে পারে। আর তারা নতুন পাওয়া এই বাণিজ্যে খুবই খুশি হয়ে যাবে। এটা হবে যুক্তরাষ্ট্রের তরফ থেকে তাদের জন্য দেওয়া বিশেষ উপহার।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.