বিশ্ববিদ্যায়ল পরিক্রমা ডেস্ক : সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় কারাগারে এক ইমামের মৃত্যু হয়েছে। তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরার বরাত দিয়ে দেশটির মানবাধিকার কর্মীরা জানান, ৬৯ বছর বয়সী আহমেদ আল আমারিকে কারাগারে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। তাকে কারাগারে অস্বাস্থ্যকর পরিবেশে রাখার পাশাপাশি নির্যাতনেরও অভিযোগ করেন তারা। পাঁচ মাস আগে ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনার সাবেক ডিন আল আমারির পাশাপাশি তার সহযোগী সাফার আল হাওয়াইকে গ্রেপ্তার করে সৌদি কর্তৃপক্ষ।
এর আগে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওপর হামলা ও সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নিয়ে ৩০০ পৃষ্ঠার একটি বই প্রকাশের পরপরই আটক করা হয় সাফার আল হাওয়াইকে। তবে আল আমারির মৃত্যুর বিষয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি সৌদি আরব।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2025 Bporikromanewsbd.com. All rights reserved.