বিশ্ববিদ্যালয় পরিক্রমা ডেস্ক : অন্তত ৪০ লাখ মানুষের করোনাভাইরাস পরীক্ষার সরঞ্জাম প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের কর্মকর্তারা বলছেন, এক সপ্তাহের মধ্যে সেই পরিমাণ সরঞ্জাম প্রস্তুত হয়ে যাবে।
হোয়াইট হাউসে করোনাভাইরাস টাস্কফোর্সের বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউসি বলেন, করোনাভাইরাস পরীক্ষার জন্য এক দশমিক এক মিলিয়ন সামগ্রী এরই মধ্যে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া হয়েছে। আজ সোমবার প্রায় চার লাখ সরঞ্জাম হাতে আসবে।
তিনি আরো বলেন, সপ্তাহখানেকের মধ্যে করোনাভাইরাস পরীক্ষার জন্য ৪০ লাখ সরঞ্জাম প্রস্তুত হয়ে যাবে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকটিয়াস ডিজিসের প্রধান হিসেবেও আছেন ডা. অ্যান্থনি ফাউসি। তিনি বলেন, বয়স্ক এবং যারা শারীরিকভাবে দুর্বল, তাদের ঝুঁকি বেশি। তাদের উচিত হলো- ভ্রমণ না করা এবং ভিড়ের মধ্যে না যাওয়া।
সম্পাদক ও প্রকাশকঃ হারুন-অর-রশিদ
বার্তা সম্পাদকঃ আশিক সরকার
Copyright © 2026 Bporikromanewsbd.com. All rights reserved.